টাকা
----------
--------নজরুল ইসলাম খান


টাকা সব অশান্তির মূল মুখে সবাই বলে ।
আসলে কি টাকা ছাড়া একমুহূর্তও চলে ?
টাকা সৌরভ, টাকা গৌরব, টাকা সবার শক্তি ।
টাকা থাকলে ভগবানও করে যেন ভক্তি ।
যে কাজ করা যায়না দিয়ে ভালবাসা ।
সে কাজও টাকা দিয়ে  হয় হরহামেশা ।
কত আশা পূরণ হয় না শুধু টাকার অভাবে ।
টাকা থাকলে পরিবর্তন হয়  সবার স্বভাবে ।
টাকা বিনা পর হয় ভাই- বন্ধু- নিকটজন ।
টাকা দিলে পর মানুষও আপন থাকে সর্বক্ষণ ।
একসময় সবকিছু লাগে যখন অশুচি ।
তখনও টাকায় কারো হয়না অরুচি ।
পৃথিবীতে টাকা লাগে বাঁচতে সর্ব প্রহরে ।
লাগেনা টাকা শুধু  থাকে যখন কবরে।
তাইতো টাকার জন্য হয় সবাই মরিয়া ।
টাকা নাই  কিছু নাই মার খায় পড়িয়া ।
সবে মিলে এসো করি  টাকারই জয়গান ।
অভাবীকে  দিও টাকা হে মালিক সুমহান  !


২৫/০৯/২০২২