তারকাঁটার বেড়া
-----------------------
----নজরুল ইসলাম খান


এই সেই মুজিব নগর, মেহেরপুরের বৈদ্যনাথতলা।
যেখানে শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম পথ চলা।
এখানেই হয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ।
যা ছিল বাঙালির মুক্তির পথ।
আমি  আছি বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে ।
আমার বাংলাকে ভাগ করা হয়েছে যেখানে,
তারকাঁটার  বেড়া দিয়ে ।
এপারের পাখি উড়ে যায় ওপারে মুক্ত ভাবে,
বাতাস বহে, মেঘ ভেসে যায়  বিনা বাধায় ।
আমি মানুষ, আমাকে আটকায় তারকাঁটার বেড়ায়।
আমি দেখতে পারি না আমার  ভাইকে কাছে গিয়ে ।
হয় না ভাবের বিনিময় তারসাথে ।
আমি মানুষ ,
আমাকে আটকায় তারকাঁটার  বেড়া দিয়ে ।
দূর্বাঘাসগুলো জড়িয়ে থাকে এপাশে ওপাশে ।
ঘাসফরিংগুলো লাফিয়ে বেড়ায় দুই ধারে।
মাছগুলো ও এপারে ওপারে সাতার কেটে চলে যায়।
আমি মানুষ , আমাকেই শুধু আটকায় তারকাঁটার বেড়ায়।


২৪/০২/২০২৩