তেলা  মাথায় তেল
---------------------------
-------------নজরুল ইসলাম খান


গরীব মানুষ মিছরি খেলেও সবাই ভাবে চাঁড়া ।
বড় লোকের চাঁড়াকেও মিছরি ভাবে তারা ।
ধনীর বউর  ইমিটেশন  ধরে সবাই  আসল ।
গরীবের বউ সোনা পড়লেও দেখায় যেন নকল ।
উর্ধতনের সামান্য পোস্ট হাজার লাইক পায় ।
অধস্তনের দামী লেখাও থাকে অবজ্ঞায় ।
অভাবীরা উদাম  হলে  দলিত বংশ ।
ধনীর গায়ের স্বল্প পোশাক স্টাইলের অংশ ।
ধনীর সন্তান অযোগ্যও সবার গর্বের ।
গরীব সন্তান  সেক্ষেত্রে হয়  অকর্মের ।
ধনীর সব কাজে সবাই করে প্রসংশা ।
গরীবের ভালো কাজেও দেখে   হতাশা ।
ক্ষুধার জ্বালায় গরীবের ওষ্ঠাগত প্রাণ ।
যার আছে সে পায় বড় অনুদান ।
এ জগতের সবাই দেয় তেলা মাথায় তেল ।
গরীবের  মাথায় ভেঙে  খেতে চায় বেল ।


০৯/০৬/২০২২