তেমন কাজ যেমন কথা
----------------------------------
--------নজরুল ইসলাম খান


বয়স আমার পঞ্চাশ পার,
তাই বলে নেই কমতি কিছু ।
ইচ্ছে হলে,এই বিকেলে,
যাকে চাইব, ঘুরবে পিছু ।
বিশ্বাস হয়না? সন্দেহ অতি?
ডাকব নাকি নাতিপুতি ?
দেখবে তখন, হয় কেমন,
চলার পথের  দুর্গতি ।
পথ ছেড়ে দাও,  নইলে কিন্তু
করব আজ যা কাল করেছি ।
কী করেছি তাই শুনবে ?
অন্য কোন পথ ধরেছি ।
আমায় যদি লড়াতে চাও,
দেখে নেব সব ক'টাকে ।
এক দৌড়ে ঘরে ঢুকে  ,
চোখে পরে চশমাটাকে।
শরীর আমার বেজায় ভাল ,
শুধু একটু বাতের ব্যথা ।
তা না হলে, দেখতে পেতে,
তেমন কাজ,যেমন কথা।


১৯/০৬/২০২২