তবু তুমি জাগলে না
-----------------------------
-------নজরুল ইসলাম খান


তিমির রাত্রি দূর হয়ে,
জাগে ভোরের আলো ।
মুয়াজ্জিনের কন্ঠ ভাসে,
প্রার্থনাই ভালো ।
পশুপাখি জেগে উঠলো,
গেয়ে স্রষ্টার মহিমা ।
মানুষ হয়ে ঘুমে থাকলে ,
তবু তুমি জাগলেনা ।
বৃক্ষরাজি -তারকারা ,
সেজদায়  রত ।
মানুষ হয়ে দেখাও শুধু  ,
অজুহাত  যত ।
বেদনার বালুচরে
তাসের ঘর করে ।
ভেবেছো বাস করবে ,
চিরকাল  ধরে ।
কিন্তু,  যখন দেখবে শেষে
সব এলোমেলো  ।
পরাজয় ঘিরবে এসে
যতই ভালো খেলো ।
সময় থাকতে তাইরে মন ,
আলোর  পথ ধর ।
বারবার নয়, শুধু
একবারই মর ।


২০//১০/২০২২