তোমরা যদি না আসো
--------------------
----নজরুল ইসলাম খান


চোখের সামনে  দেখি যাদের,
সবাই ধামাধরা ।
নেই এমন কেউ,  যাদেরকে যায়
অনুসরণ করা ।
ন্যায়ের পথে  পাই না কাউকে,
শুধুই চাটুকর ।
একটুখানি স্বার্থ পেতে
থাকেই খুব তৎপর ।
চোরা করে চুরি সবই,
দেখে সবাই  চেয়ে ।
মুখে থাকে কুলুপ এঁটে ,
চুরির ভাগটি পেয়ে।
হতাশার এই অন্ধকারে
হৃদয় যায় তাই ছেয়ে ।
নেই  কেহ যে সামনে থাকে,
বিপদ আসলে ধেয়ে ।
এমন লোকদের  নিয়ে কেমনে
হবে সোনার দেশ?
তোমরা যদি না আসো হে !
যুবক সবিশেষ ।


০৯/১২/২০২৩