তুৃমি যদি
-------------
------------নজরুল ইসলাম খান


তুমি যদি চাঁদ হও ,
আমি জোছনা হয়ে অঙ্গে ঝরিব তার ।
নিশি জাগার সাথী যে তোমার ।
তুমি যদি ফুল হও ,
আমি সুগন্ধি হয়ে উদ্বেলিত করব নাসিকা তার ।
সৌন্দর্যের পাগল  যে তোমার ।
তুমি যদি পাখি হও ,
আমি কূজন হয়ে ঘুম ভাঙ্গাব তার ।
যতক্ষণ না খোলে হৃদয়ের দ্বার, ভালবাসার ।
তুমি যদি নদী হও ,
আমি স্রোত হয়ে পা ধোয়াব তার ।
তপ্ত মরু পাড়ি দিয়ে সান্নিধ্য নিয়েছে যে তোমার  ।
তুমি যদি কৃষ্ণ হও ,
আমি বাঁশীর সুর হয়ে যন্ত্রণা বাড়াব রাধিকার  ।
তোমাকে ভুলিয়ে আটকে রেখেছে যাকে সংসার  ।
তুমি যদি নামাজী হও ,
জায়নামাজ হয়ে সাথী হব তোমার প্রার্থনার ।
যেন পূর্ণতা পায় সব চাওয়া -পাওয়ার  ।
তোমাকে আমি একলা ছাড়িবনা আর !
তুমি  বুঝে  নাও আমি কে তোমার ।


২৮/০১/২০২২