তুমি  জন্মেছিলে তাই
------------------------------
--নজরুল ইসলাম খান


তুমি  জন্মেছিলে তাই ,
আমার বাংলা স্বাধীন হয়েছে ।
তুমি  জন্মেছিলে তাই,
বাঙালি তার পরিচয় পেয়েছে।
তুমি  জন্মেছিলে তাই ,
লাল সবুজের পতাকা এঁকেছি।
তুমি  জন্মেছিলে তাই,
বাংলাদেশের নাম লিখেছি ।
তুমি  জন্মেছিলে তাই,
মায়ের ভাষায় কথা বলি
তুমি  জন্মেছিলে তাই,
স্বাধীন দেশেতে পথ চলি।
তুমি  জন্মেছিলে তাই ,
আমার হৃদয়ে ডাকে পাখি।
তুমি  জন্মেছিলে তাই ,
আমার সন্তান বুকে রাখি।
তুমি  জন্মেছিলে তাই,
সব আমার নিজের হলো।
তুমি না হলে, এসব
কেমন করে পেতাম বলো?
সারাবিশ্বের বিষ্ময় তুমি
শেখ মুজিবুর রহমান,
বাঙালির ধমনীতে  তুমি
নদীর মতন বহমান ।


১৪/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা