উদার
-----------
-------নজরুল ইসলাম খান


ধরিত্রীর সব ময়লা আবর্জনা
নদী নিয়ে ফেলে সাগরে ।
সাগর তা নিজের মধ্যে
গ্রাস করে নেয় একাগ্রে ।
মানুষের বর্জিত বিষাক্ততা
বায়ুতে যায় সব মিশে ।
বায়ু হতে সমগ্র দূষণ  
আকাশ শুষে নেয় নিমিষে ।
সকল উচ্ছিষ্ট -গলিত পঁচার
কোথাও যখন যায়গা নাই।
সর্বংসহা বসুন্ধরা
নিজের মধ্যে দেয় যে ঠাই।
মানুষের জীবন নিরাপদ করতে
প্রচেষ্টা তার সর্বক্ষণ ।
সাগর, বায়ু, মাটি মিলে  করে
দূষণ সব ভক্ষণ ।
মানুষ কখনও  পারেনি এমন
উদার হতে  সেরকম ।
অপরের দেয়া সামান্য আঘাতও
করতে পারে না তাই হজম।
পৃথিবীকে বরং কলুষিত করেছে
মানুষ নিজ স্বার্থে ।
অন্য জীবের আবাসস্থল
ধ্বংস করেছে এক অর্থে ।
মানুষের তবে  কিসের বড়াই,
কিসের এত অহমিকা ।
প্রকৃতি না মানুষ  উদার
দাবী রাখে পাদটীকা ।


২৬/০২/২০২২