উল্টা কবিতা
------------------


--নজরুল ইসলাম খান


বর্তমানে চোখের সামনে
দেখি সব  উল্টাপুর।
বউয়ের চেয়ে  ভাবী প্রিয়,
বাবার চেয়ে  শশুর ।
মায়ের চেয়ে মাসী আপন,
ভাইয়ের চেয়ে শ্যালক ।
আসল থেকে  নকল দেখে
পড়তে চায় না পলক ।
ফরজ থেকে সুন্নত প্রিয় ,
সুন্নত  থেকে  নফল ।
সবকিছু যে বাদ দিয়েছে ,
সে ই না কি  সফল ।
বেতন থেকে বোনাস মিষ্টি,
তারচেয়ে মিষ্টি ঘুষ ।
চেতন থেকে ঘুমে স্বস্তি  ,
আরো স্বস্তির  বেহুঁশ ।
দুধের চেয়েও ঘোল দামি ,
সবচেয়ে দামি মদ।
মূর্খ লোকের  কথায় হচ্ছে
জ্ঞানীরা সবাই বধ।
চিনির থেকে গুড় যে দামি,
গুড়ের থেকেও  রস।
টাকার কাছে বিদ্যাবুদ্ধি
হচ্ছে যে এখন বশ।
আপন থেকে পরই ভালো ,
পরের থেকে  জঙ্গল ।
ভালো নয় তো কারো কাছে
নিজ ব্যতিত মঙ্গল ।
বাঁশের থেকে  কুঞ্চি মোটা,
গাছের  থেকেও  ডাল।
চিন্তামণির মাথাতে হাত  ,
  এ কেমন উল্টা কাল  !


২৭/০৩/২০২৩