উত্তর বসন্ত
----------------
-----------নজরুল ইসলাম খান


বসন্ত চলে গেলেও ফুল কিন্তু ফোটে,
মধু লোভে অলিরা ফুলে ফুলে ছোটে ।
রং লাগায় ললনারা আবেগের ঠোঁটে ,
ইচ্ছেরা  ললাটে টিপ হয়ে ওঠে ।


পাখিরা তখনও কুহূ কুজন করে ,
নিশিতে জোছনা আঙ্গিনায়  ঝরে ।
নদীতে জোয়ার এসে সবকূল ভরে ,
স্বপ্নরা ডানা মেলে নীল আকাশে ওড়ে।


জীবনে বসন্ত আর আসে বা নাআসে,
হৃদয় ফেলে আসা স্মৃতি ভালবাসে ।
হাজার  কাজের মাঝে কোনো অবকাশে ,
প্রিয় জনের মুখখানি অন্তরে  ভাসে ।


বসন্ত চলে গেলেও ভালবাসা থাকে ,
হতাশায় ভরোনা অন্তরটাকে ।
মন দিয়ে ভালবেসে ছিলে একদিন  যাকে,
উত্তর বসন্তেও মনে রেখো তাকে ।


১৬/০৫/২০২২