উত্তর কে দেবে
---------------------
---নজরুল ইসলাম খান


কেউ কেউ জন্ম নেয় সোনার চামচ মুখে দিয়ে  ।
কেউ বা জন্ম নেয় দুঃখ নিয়ে ।
জন্মেই দেখে কেউ বিত্ত -বিভব ।
কেউ বা জন্ম নেয় নিয়ে অভাব।
জন্ম সূত্রে  পায় কেউ সুযোগের প্লাটফর্ম  ।
পিছেই পড়ে থাকে, কাজ করে কেউ হরদম ।
অর্থ কারো শেষ হয়না দুহাতে উড়ায়ে ।
বিনা যত্নে কারো জীবন যায় যে ফুরায়ে ।
সুখের চাবি ছিনিয়ে এনে হাসে কেউ অট্টহাস ।
ভাগ্য কারো সারা জীবন করে শুধু উপহাস।
সবই কি মানুষের শুধুই অদৃষ্ট ?
না কি এই সভ্যতার বনিয়াদে সৃষ্ট?
এসবের  প্রশ্ন আমি করব কার কাছে যে !
প্রশ্ন করলে সঠিক কোনো উত্তরই বা দেবে কে ?
২৬/১২/২০২১