ভাগ করা
----------------
-------নজরুল ইসলাম খান


দুই ভাই বহুকাল থেকেছে এক ঘরে ।
পরিবার পরিজন মিলেমিশে পরস্পরে ।
কোন কিছুতে তাদের ছিলনা দ্বন্দ্ব ।  
ভিন্ন গান তবু যেন এক ছন্দ  ।
শকুনি মামা এসে নাড়ে যখন কলকাঠি  ।
দুই ভাই শুরু করে মারামারি কাটাকাটি ।
স্বার্থ ছাড়াই বাড়ে তাদের কলহ।
শান্তি বজায় রাখা হয়ে পড়ে দুরূহ ।
শেষমেশ চরমে ওঠে যখন  রাগারাগি ।
দুই ভাই সীমানা  করে নেয় ভাগাভাগি ।
ভাগ হয় হৃৎপিণ্ড, জন্মভূমি জননী ।
ভাগ হয় চিরকালের একাট্টা ধরণী।
হানাহানির হয় যেন স্থায়ী সমাধান ।
যদিও কাঁদে এতে অনেকের মনপ্রাণ ।
সান্ত্বনা এই যে নিভেছে নরক আগুন ।
বাস করে নিজ ঘরে  শান্তিতে নিদারুণ ।


০৭/০৭/২০২২