ভাগাভাগি
---------------
------নজরুল ইসলাম খান


কী খেলে গো কালকে তুমি ছোট ছেলের ঘরে ?
দিয়েছিল বউ কি তোমায় খেতে পেট ভরে?
আমায় কিন্তু জবর দিছে  ঠান্ডা ভাতে বেগুন ।
তার সাথে আগের দিনের বাসী এতটুকুন ।
ছেলে দেখলাম আনছে কিনে খুব বড় রুই মাছ ।
হয়ত আমায় দিবে পরে, পাইনি যদিও  আজ ।
ভেবে ছিলাম তোমার জন্য রাখব  দুখান তুলে ।
কী করব  দেয়নি  যখন আমায় ই তা ভুলে ।
মনে আছে? আমাদের সেই অতীত দিনের কথা ।
মাছ রাঁধলে আমার পাতে তুলে দিতে মাথা ।
আমি দিতাম আদর করে ছেলেদের সব পাতে ।
মুখে তোমার হাসির ঝিলিক বয়ে যেত সাথে ।
এমনি করে জীবন গেছে রঙিন সুখ বিলাসে ।
মনে পড়লে সেসব স্মৃতি চোখ ফেটে জল আসে ।
আজ আমাদের নিয়েছে সব ভাগাভাগি করে ।
দেখা হয়না তোমার সাথে সারাদিনেরও পরে ।
অথচ, সেই কী আমাদের ছিল মধুর  দিন !
শেষ হয়েছে সন্তানের সব শোধ করতে ঋণ ।
এসো আমরা নতুন করে গড়ি ফের সংসার ।
তুমি- আমি ছাড়া সেথায় থাকবেনা কেউ  আর।
ওদের জন্য গড়ে রাখি আগাম বৃদ্ধাশ্রম ।
শেষ বয়সে ওদের আর কে থাকবে প্রিয়তম ?


২৮/০৫/২০২২