ভালো থাকা সহজ নয়
-----------------------------
---------নজরুল ইসলাম খান


পৃথিবীতে ভালো থাকা সহজ নয়,
জোর করে তবু ভালো থাকতে হয় ।
হাসতে হয়, ভালবাসতে  হয়,
প্রিয়জনকে কবর দিয়েও খাবার  খেতে হয় ।
থাকে বিরহ ব্যথা,
থাকে,  না বলা কথা ।
থাকে  জরাজীর্ণতা,
থাকে, না পাওয়ার যন্ত্রণা যথাতথা।
বাহিরে  হতাশা বিরোধী ,
ভিতরে শুকনো নদী
পুষে রাখি নিরবধি,
মৃত্যু অবধি ।
স্বার্থপরতার বিষমাখা তীর,
হৃদয় করে দেয় চৌচির ।
সংসার  সাজিয়ে জোড়া তালির,
নাম মুছে দিই সন্ন্যাসীর ।
তবুও মুখে বলি, ভাল আছি,
খুব ভাল আছি ।
থাকতে চাই সবার কাছাকাছি,
যতদিন বেঁচে আছি ।


৩১/০৩/২০২২