ভরসা
----------
---নজরুল ইসলাম খান


আকাশ পাড়ে মেঘের ভেলা করে ছুটোছুটি ।
জমিন পাড়ে জীবনগুলোর ধুলোয় লুটোপুটি ।
ঘামের সাগর পাড়ি দিয়ে ভরতে গেলে মুঠি,
সোনার হরিণ পালিয়ে যায় হেসে কুটিকুটি।


মেঘ ও বৃষ্টির ছলনাতে পরান যখন যায় ।
চাতক পাখির মতন শুধু করি যে হায় হায়!
বিদ্যুতের ফের অভাব এসে যন্ত্রণা বাড়ায় ,
ভরসা তখন সকল ছেড়ে কেবল হাতপাখায় ।


২১/০৪/২০২৪
তালতলী, বরগুনা