ভেড়ার ছড়া
----------------
---নজরুল ইসলাম খান


ভেড়া চড়ে কম্বল গায়ে,
গাদা দিয়ে থাকে ।
একটুখানি  বিপদ হলে,
ভ্যা ভ্যা করে ডাকে ।
ভেড়ার গায়ের পশম দিয়ে
বানানো যায় কম্বল ।
শীতের সময় কম্বলই যে,
উষ্ণ হবার সম্বল ।
ভেড়া খুব  নিরীহ  প্রাণী ,
করুণাতে  মাখা ।
পছন্দ করে না কেউই,
ভেড়া হয়ে থাকা।
২৫/০৬/২০২৩