ভীরু
--------
-----নজরুল ইসলাম খান


ও প্রেয়সী ! প্রাণের টানে ,
এসেছি  তোর দ্বারে ।
দিবি কি আশ্রয়  তারে  ?
দিয়েছিস ঘৃণা যারে  ।


পরিচয় গোপন করে,
বলিস না হয় আর সবারে।
আমি যে তোর আপন ছিলাম ,
সে খবর কেউ জানবেনা রে !


বললি, থাকো পাশের ঘরে ,
তার বেশি আর চেও না যে ।
সকাল হলে চলে যেও ,
পথিক তোমার আপন কাজে ।


বলতে গেলাম চললাম হে !
নিশি শেষে ভোর বেলাতে ।
জানিয়ে দিলি, জেগে ছিলি ,
দরজা খুলে অপেক্ষাতে ।


বললেম, আমার সাহস হয়নি ,
এতখানি পা বাড়াতে।
বললে তুমি, সেতো জানি,
নইলে কি যাই অন্যের হাতে ?


২০/১২/২০২২