ভবিষ্যতে গল্প
---------------------
------নজরুল ইসলাম খান


কয়েক দশক পরে যখন  মানুষ কোথাও  হবে জড় ।
গল্প করবে কোভিড নামে রোগ ছিল এক মস্ত বড় ।
সর্দি জ্বরে সারাবিশ্বে লোক মরেছে কোটির মত ।
বলবে সবাই আহা! তখন মানুষ ছিল অজ্ঞ এত?
লকডাউনে ঘরের মধ্যে থাকত সবাই মুখ লুকিয়ে ।
বের হত না বাহিরে কেউ  ভয়ে থাকত জীবন নিয়ে ।
আপন জন মারা গেলেও যেত না কেউ নিকটে তার ।
লাশ থাকত অবহেলায় হত না তার ভালো সৎকার ।
রাস্তা ঘাট ফাঁকা থাকত যেন কোন বিরানভূমি ।
ভয়ে থাকত কখন কারে  যমদূত যে যায় চুমি ।
আয় রোজগার বন্ধ হওয়ায় জীবন ছিল দুর্বিষহ ।
ক্ষুধা -তৃষ্ণায় মানুষ গুলো কষ্ট করছে অহরহ।
লেখাপড়া -খেলাধুলা -বিনোদনের যা সবই,
হয়নি  কিছু, থমকে ছিল দুই বছর এই পৃথিবী ।
রোগের  কাছে মানুষ যে নাকাল হয় এতখানি ।
কোভিড পূর্বে সভ্য মানুষ এরূপ কভু আর দেখেনি ।
শেষপর্যন্ত বিজ্ঞানীরা চেপে ধরে রোগের টুটি ।
টিকা দিয়ে সব মানুষকে, করোনাকে দেয় ছুটি ।


১৫/০৬/২০২২