ভদ্রলোক
--------------
------নজরুল ইসলাম খান


শোন হে বাপু! তোমরা ভদ্রলোক, ভদ্র হয়ে থাক।
আমাদের কাজে নাক গলাতে এসো না'ক।
গুনীজন তোমরা ,অতি সন্মানী, আমাদের খাতায় লেখা।
শুধু মেনে চলো সীমা রেখা ।
পুরষ্কার চাও দেব, যত  আছে  দেশের।
এমনকি, চাইলে  বিদেশেরও ।  
শুধু ক্ষমতায় ভাগ বসাতে এসো না ।
ওটা দেব না।
কী দরকার  তার?
অত ঝামেলার।
টাকা লাগলে পাবে , বিদেশেও  যাবে ।
তবু , সুশীল হয়ে থাক।
আর কিছু চেও না'ক।
বোঝতো, কত ওতে বাধা।
কত মিথ্যা বলতে হয় গাদা গাদা ।
মাঝে মাঝে হয় জেলও খাটতে ।
ভদ্রলোক তোমরা , পারবেনা ঝক্কি পোহাতে ।
দেশের  ভার আমাদের উপর দাও ছেড়ে।
তোমরা ঘুমাও নাক ডেকে , উঠনা বেড়ে ।
সহজ  কথার যদি না বোঝ মানে।
টান পড়বে কিন্তু সন্মানে।
তোমরা  ভদ্রলোক, ভদ্র হয়ে  থাক ।
শুধু, ক্ষমতায় ভাগ বসাতে এসো না"ক ।


০৩/০২/২০২২