ভোরের হাওয়া
------------------
----নজরুল ইসলাম খান


সকালবেলা একটি দোয়েল শিস দেয় আমার জানালায়,
আমাকে  ভোরের গান সে শুনায়।
আহবান জানায়  সে মুক্ত হাওয়ায়,
আমি থাকি গভীর ঘুমে শয্যায়,
আমাকে সে বারবার শুধু ডেকে  যায় ।


ভোরের হাওয়ায় আমার বাগানের গাছগুলি দুলে ওঠে,
পাতাগুলি নেচে যায় যে খুশিতে ।
মধুকর চুম্বন করে ফুলের ওষ্ঠে,
আমি থাকি মরা ঘুমে বিছানাতে ,
আমাকে সে  ডাকে নগ্ন পায়ে ভোরের শিশির ছুঁতে ।


প্রভাতী রবির মিষ্টি রোদ পরশ বুলায় আমার শরীরে,
সুন্দরেরা ইশারা করে বাহিরে ।
ভোরের হাওয়া খেলে যায় ঘুরে ঘুরে  ,
আমি ঘুমাই গভীর ঘুমে পড়ে পড়ে ,
নিজেকে বঞ্চিত করি সুন্দর থেকে এমনি করে ।


১৮/০৬/২০২৩