ভোরের শিশির
--------------------
------নজরুল ইসলাম খান


ভোরের শিশির, রাত্রি -নিশির সঞ্চিত মুক্তা।
কে পারে দেখতে তারে অপরূপ রূপটা?
মোরগ ডাকা ভোরে উঠে যে যায় বাহিরে ।
তার দেখা সৌন্দর্যের তুলনা নাহিরে ।
মুয়াজ্জিনের আজান শুনে  মসজিদে যে যায় ।
ভোরের অপার সৌন্দর্য সেই দেখতে পায় ।
শরৎ প্রাতে শিউলি ফুলের মালা গাথে যে ।
ভোরের শিশির তারেই শুধু ভালবেসেছে ।
রাতদুপুরে ঘুমিয়ে যে জন ওঠে দ্বিপ্রহরে ।
ভোরের হাওয়ার পরশ সে জন পাবে কী করে?
তার ভাগ্যে জোটে শুধু জন কোলাহল ।
দেখা হয়না তার কভু ভোরের সুনির্মল ।
দিনের আলো ফোটার আগে সয্যা ছাড়ে যে।
রাত্রি শেষের যাত্রী শুধু সেই হয়েছে ।
ভোরের শিশির মর্ত্যবাসীর অমূল্য সম্পদ ।
সেই বোঝে যে খোঁজে স্বাস্থ্যসম্পদ।
ভোরবেলাতে ঘুম ভাঙ্গে যার শুনে পাখির গান ।
এ জগতে সবার হতে সেই ভাগ্যবান ।


০৮/০৯/২০২২