ভুল করি
------------
---নজরুল ইসলাম খান


মাঝে মাঝে আমি খুব ভুল করি;
আমি আপনকে পর ভেবে
পরকে আপন ভাবি ।
সত্য- মিথ্যাকেও মাঝেমধ্যে গুলিয়ে ফেলি।
মিথ্যাকে সত্য ভেবেই বসে থাকি,
আর সত্যকে বুঝতে খাই খাবি ।
আসল- নকল চিনতে মাঝে মাঝে ভুল হয়ে যায় আমার,
নকলের চাকচিক্যে নকলকেই আসল ধরি,
আর আসল পড়ে থাকে আমার অলক্ষ্যে ।
ভুল যখন বুঝতে পারি,
করার কিছু আর থাকে না তখন।
খেসারত যা দেবার দিতে হয় আমারকেই।
মাঝে মাঝে আমি খুব ভুল করি।  
আমি আপন- পর,  মিথ্যা -সত্য, আসল- নকল
ঠিকমত চিনতে পারি না।
আমি সবাইকে বিশ্বাস করি ,
আর বিশ্বাস করেই ঠকে যাই ।
আমি ভুল করে বসি।
বার বার ভুল করি।


২৩/০৭/২০২৩