ভুলে ভরা জীবন
--------------------------
---------------নজরুল ইসলাম


ভুল ঠিকানায় জন্ম নিয়ে ভুলের মাঝে বেড়ে ওঠা ।
মরীচিকার মায়ায় পড়ে ভুল পথে শুধু ছোটা।
রঙমহলের রঙ্গশালায়  রঙ্গে ঢঙ্গে গেছে বেলা ।
সুন্দরকে কাছে পেয়েও  করেছি অবহেলা  ।৷
ফুল তুলতে যেয়ে আমি এনেছি কাটা তুলে ।
গরল করেছি পান যেন অমিয় সুধা ফেলে ।
সহচরী কেউ আমায় দেয়নি সঠিক পথের দিশা ।
চলার শেষে তাকিয়ে দেখি সামনে গভীর অমানিশা  ।
সহযাত্রী যারা ছিলো দূরদৃষ্টি সম্পন্ন ।  
সাফল্যের মনিকোঠায় তাদের আসন আসন্ন  ।
ফুলদানীতে সাজানো ফুল, সবই দেখি পাপড়ি ঝরা।
চতুর্দিকে ছড়ানো  আমার  জীবনটাই ভুলে ভরা ।
যথার্থতার মাপকাঠিতে বৃথা আমার সব অর্জন৷।
ভুলে ভরা জীবন আমি কোথায় করব সমর্পণ ।
২৮/১১/২০২১