আস্তে আস্তে, প্রক্রিয়াটা যদিও খুব ধীরে
তবুও চলছে প্রক্রিয়াটা, আমার মৃত্যু যাত্রার ভীরে
চলমান সময়ের মাঝে থেকে হারিয়ে যাচ্ছি আমি
ঘোরের মাঝে কি করছি, কেও জানে
জানতেও পারবে না কেও আমি ছিলাম
কারো চোখে পড়বে না আমি চলে যাচ্ছি
কেও বুঝবে না সরে পরছি খুব সন্তর্পণে
ব্ল্যাকহোলের মাঝে মিশে যাচ্ছি গোপনে
কেও শুনবেও না, দেখবেও না
তবে আমার চিহ্ন থাকবে, হয়তবা না
জীবনটাকে আর চাই না, এ কেমন বিতৃষ্ণা
অন্ধকারের গভীর অতলের ডাক পেয়েছে আমার সত্ত্বা
আর সত্ত্বার ডাক কি কেও অগ্রাহ্য করতে পারে?
যখন আমি মারা যাবো, কেও জানবে না
খুব গোপনে, সন্তর্পণে হারিয়ে যাবো, কেও জানবেও না
কারো মনে হয়তবা রয়ে যাবো চিরকাল
হয়তবা রয়ে যাবো আমি হয়ে মহাকাল
যদি ঝরে অশ্রু, নোনা জল লাল
মৃত্যুই সুখ, সবের মায়াজাল
আমি মারা যাচ্ছি গোপনে
আত্মাটা আগেই, মৃত, দেহটাক মরছে
খুব গোপনে, আপনে আপনে
মহাকালের মাঝে আমি রয়ে যাবো চিরকাল
যদি আমার মনে পরে, দেখবে গোধূলি
ওই পশ্চিম কোন যবে হবে লাল
দেখবে আমি আছি তবো হয়ে মহাকাল
আকাশটা করবে সিঁদুর লাল, বলবে সবে
ওই দেখ নীল আছে আজো, হয়ে মহাকাল