ওরাও মানুষ
হ্যাঁ, অবয়ব বা আচরণিক বৈষম্য নেই
পাপী বা নিষ্পাপ হোক না কেনো
ওদের অপরাধের মাত্রা জানা নেই
প্রতি মুহুর্তে ওরা নিগৃহীত বা নিহত
কি নৃশংস, বিভীষিকাময় মৃত্যু
যা দেখে আঁতকে উঠে মনুষ্যত্ত্ব
কুঁকড়ে যায় আত্মিক বিবেকবোধ
জ্বালাময়ী দংশনে আমি আজ তাড়নাগ্রস্থ
পৈশাচিক নির্যাতনে নিউরনগুলি গতিসূত্র মানছেনা  আর
সবার উপরে মানবতা, এ পৃথিবী গেছে আজ ভুলে
বিশ্ব বিবেক নামের যন্ত্রটিও আজ মন্থর
ইচ্ছে হয় আত্মাহুতি দিতে ওদের তরে
অমাবস্যা রাতের আঁধারে একাকী নির্জনে।