হৃদয়ের সব রঙ দিয়ে
আজ ফুলদানিটা
সাজিয়েছিলাম তোমাকে দেখাবো বলে
শুধু তুমি এলেনা।


আকাশের ওই গ্যালাক্সির
তারাগুলোকে
পুন র্বিন্যাস করেছিলাম
তুমি ছুবে বলে
কিন্তু তুমি এলেনা।


নদীর গতিপথটাকে
আজ অন্য মোড়ে বাক নিতে বলেছিলাম
তুমি শান্ত নদী দেখতে চেয়েছিলে তাই
নদী অন্য বাকে চলেছিলো
শুধু তুমি এলেনা।


পথের আগাছাগুলোকে
উপড়ে ফেলেছিলাম
তুমি হাটতে পারোনা বলে ওই
জনাকীর্ন পথে
শুধু তুমি এলেনা।


তুমি অধিকার দিয়েছিলে
তাই অধিকারের
সীমারেখা ছাড়িয়েছিলাম
এলোমেলো ভাবনাগুলো তোমার কাছে গিয়েছিল
শুধু তুমি এলেনা।