সূর্যের আলো!!
সেতো কতদিন দেখিনা।
সে কি আগের মতোই তীব্রতা ধরে রেখেছে?
নাকি সেও আজ আমার মতই ম্লান!


চাদনী রাত!
ভুলে গেছি রাত্রি দেখতে
জোসোনাও সেতো আজ
হয়ে গেছে ফিকে
তোমার রাগ অনুরাগে।


নদীর স্রোত!
ভালো লাগেনা আর।
স্রোতোসীনি নদীকে ও
মনে হয় আব্দ্ধ জলধারা।
নদীর বাকটাও মোড় নিয়েছে
আমার হৃদয় তরঙ্গের মতো।


আমি না হয় প্রিয়া হারা!!
নদী, সূর্য, চাদ তারাও কেনো আজ
দিশেহারা????
ওরাও বুঝেছে আজ কেনো আমি একা?
আমি আর এক ফালি
নিষ্পাপ চাদ
আজ কথা বলে......
হয়েছি উদাস!!!!