আমিতো কবি না
নজরুল, রবীন্দ্রনাথ আমি পড়িনি
কোনোকালেও
তবুও তোমাকে দেখলে
আমার হাতে কলম
উঠে আসে
ইচ্ছে করে দুটো লাইন লিখে ফেলি
তোমাকে ঘিরে।


আমিতো চিত্রকর নই
ভিঞ্চি, পিকাসোর শিল্প
আমার অজানা।
তবুও তোমাকে দেখলে
প্রতিবার ই আমি
নিজের হৃদয়ের চিলেকোঠাতে
তোমার একটি ছবি
একে ফেলি।


আমিতো ঔপন্যাসিক নই
হুমায়ন, আজাদ ওসব আমার
ধাতে সয়না এক্দম।
তবুও তোমায় ভেবে লিখবো একদিন
দ্বিতীয় কোনো রুপার ও ছবি।


ও বন্ধুরে,
একবার এসে
ছুয়ে যাও আমার
ইচ্ছেগুলোকে।