অশ্রুসিক্ত কম্পমান
নয়ন ও জলে
গঙ্গার অবিরাম ধারা বহমান
তোমার অবর্তমানে।


মুহুর্মুহু স্পন্দনে
হৃদয় কেপে কেপে উঠছে
মনে হচ্ছে পাম্পের ক্রিয়াটা
থেমে যাবে আজ-ই চিরতরে।


সারা দেহে রক্তের স্রোত
বাধাগ্রস্থ আজ
শিরা-ধমনীগুলো
রুদ্ধ হয়ে গেছে চিরতরে
যেনো হয়ে গেছে মরুভুমি।


রাতগুলো হয়ে গেছে
নির্ঘুম আর ভীষন একাকী
কাটতেই চায়না প্রহরগুলো আর
অপলক চোখে কেটে যায় জোস্না আর
সব অমাবশ্যাগুলো।


এতো বেদনার ভীড়েও
যখন তোমার সে হাসিমাখা
মুখ-খানি ভেসে ওঠে
আমার অন্ত-দর্পনে
তখন ভুলে যাই পৃথিবীকে
আর মনে হয়...
"মেয়ে তুমি অসাধারন
মেয়ে তুমি তুলনাহীনা।"


তাই আজো
আমার প্রতিটা মুহুর্ত মানেই তুমি
তোমাকেই মনে পড়ে
ভালোলাগা, দুঃখের
প্রতিটি ক্ষনেই, নিজের অজান্তেই।