এইতো সেদিন
আমি এতো অবাধ্য আর
চঞ্চ্ল ছিলাম না।
সবাই বলতো
কীরে????
তুই কি ছেলে না অন্য কিছু রে?
আমি তাতেও লজ্জাতে
চুপসে যেতাম।
ঘরে বসে করতাম
সারাক্ষন খুনসুটি
আর আজ সেই আমার কি হলো একি??
তোমার ঐ চোখে চোখ
পড়ল যখুনি,
তখুনি হয়ে গেছি আমি উদাস।
দেহ-মন এ শুরু হলো
দমকা বাতাস আর
হৃদয় বন্দরে পড়লো
মহা বিপদ-স্ংকেত।
আজ আমি মত্ত, মাতাল আর
খোলা তরবারী
যার নিশানা শুধুই তুমি
তুমি আর তুমি।
তাই আমি আজ হয়ে গেছি
বিদ্রোহী,
আকাশ ফুরবো আমি,
নামবো পাতালে...
তবে তা শুধু তোমাকে পেতেই।
তাই তোমাকে খুজি
দিবানিশী ভালোবেসে।।