বদ্ধ কক্ষটা
আজ কেনো জানি খুব অচেনা লাগছে
মনে হচ্ছে,
একটু কি মুক্তি পাবো
এই কক্ষ থেকে এক মুহূর্তের জন্য?
হতে পারবো একটু সবাধীন?
একটু সেবচ্ছাচারী?


ঠিক দু-বছর আগের কথা
কলেজ ছেড়ে নতুন উন্মাতাল
জীবনে প্রবেশ করা।
কত নতুন স্বপ্ন আর আশা
দু-চোখ ভরা ছিলো।


ছিল কত আবেগ আর উদ্দীপনা
এমনি এক ক্ষনে কবিতা লিখতে গিয়ে
জীবনের কবিতাটা এর বাস্তব রুপটা
এলো সামনে।
সেখানে বিধাতা লিখে দিয়েছেন
অনেক আগেই আমার
জীবনের পরিধিটা।


আমার জীবন এর সময় খুব ছোটো,
কারন সেখানে দানা বেধেছে
মরনঘাতী লিউকোমিয়া।
ধুকে ধুকে শেষ হচ্ছে
জীবনের জ্বালানী।


তাই এখন আর স্বপ্ন দেখিনা,
আসলে দেখতে ইচ্ছে করেনা।
চোখ বন্ধ-খোলা
সবসময়-ই মনে হয়
মৃত্যুটা গ্রাস করছে।
এই বুঝি শেষ জীবনের দৌড়টা।


হয়তো জীবনের শেষ কবিতাটা
এই লিখেই ফেললাম।
তবে মনের ইচ্ছেটা কি জানো?
আবার যেনো ফিরতে পারি
নতুন এক কবিতা নিয়ে?
তবে তা কি আর হবে কখনো?