তুষার মেঘে ঢাকা আকাশটা
কেমন যেনো ধূসর লাগছে
নীলিমা তার স্বভাবজাত বর্নটা হারিয়েছে
হয়ে গেছে বিদ্রোহী ।
হয়তো মেঘের সাথে ঝগড়া হয়েছে আকাশের
তাই আকাশের মন ভালো নেই।


নদীটার স্রোতস্বীনি ধারাটা
দৃষ্টিগোচর হচ্ছেনা।
নেই প্রলয়ংকর প্রবাহ
আর স্রোতগুলো মনে হচ্ছে
শিড়দাড়াবিহীন, কোনো প্রলয়ংকারি
বা দানবীয় ক্ষমতা নেই।
উপকুলের সাথে বিরোধে হয়তো
নদীটার মন ভালো নেই।


বনের হরিনীটা চুপচাপ
এক কোনে বসে আছে
নেই কোনো চপলতা।
শুধু চোখ জুড়ে অপলক
পটল চেরা দৃষ্টিটা
মনে হচ্ছে
তার হারানো সখাকেই খুজছে আপন মনে।
বিরহে আজ হরিনীটার মন ভালো নেই।


প্রকৃতিটা নিশ্চুপ
যেনো কোথাও কেউ নেই
উদ্ভিদরাজিতে নেই প্রানের স্পন্দন
বসন্তে এসেও পাতাগুলো যেনো
শীতের প্রকৃতিতে আছে
তাহলে কি প্রকৃতি এর ও মন ভালো নেই?


কোথাও কেউ নেই
জেগে আছি আমি একা
চোখের তারায় নেই এক ফোটা ঘুম
আর আমার সাথে জেগে আছে
ঐ ঘুমহারা রাত
সেই তুমি চলে গেছো
তাই এখন আর আমার
মন ভালো নেই।