আবেগী এই মায়াময় রাতে
জোসোনার চকচকে আলোতে
নির্বাসিত জীবনটাকে বড় ভালো লাগছে।
ফেরারী সবপ্নগুলোকে
দিলাম ছুটি হৃদয়ের বন্দরে।
আজ আর পিছুটান নেই,
কোনো অভিযোগ নেই
নেই কোনো অনুরোধ।
ছিলো শুধু না বলা কিছু কথা,
কিছু গান আর...
মনের করুন আর্তনাদ।
হাহাকার করছে অবিরত
যেনো কোনো অতিমানবিয়
কান্নার করুন সুর অথবা
বেহালার কষ্টের চরমতম সুর
যা শুধু এক ভালবাসা হারানো
প্রেমিক ই বুঝবে,
কারন পর্দার বাইরে সবাই দেখবে
এক হাসিমুখ
যার জীবনটাই নাট্যমঞ্চ যেখানে
জীবনের সবচাইতে কঠিন চরিত্রটির
অভিনয় চলছে
কান্নাভরা এক হৃদয়ের
হাসিমাখা রুপ দৃশ্যমান করে।