আষাড়ের ভ্যাপসা গরমে
মাঝে কিছু ঝিরিঝিরি বৃষ্টি
ফাকে এক তরুন আলোর ঝলকানী
এতসব উপেক্ষা করেও
মন আছে তোমার খরায়।


কিছু সুখ আর
কিছু উল্লাসে
বেদনাক্ষন সেই নির্ঘুম রাত্রে
মশার জবালাময়ী তীব্র চুম্বনে
ভুলতে পারিনি তোমাকে এক মুহুর্তেও।


সেদিনের সেই নৌকা ভ্রমনে
তোমার চাহনী আর
লাজুক সেই হাসি।
আমি যে ছিলাম নির্বাক আর ভাষাহীন।
তোমাকে দেখলেই
মনটা রবোটিক হয়ে যায়


অথচ জানো?
তোমার অনুপস্থিতিতে মনে আকি
মোনালিসার ছবি!
আর মনের পাতায় লিখি
শেষের কবিতা বারবার।
কিন্তু, বাস্তবতা হল...
তুমি আর কত কাদাবে
বলো আমায়?