ভালবাসো আমায়?
এ দেহ-মন সবই আমার?
চুপ রও যত মিথ্যাবাদীর দল!!
আমার ভালবাসা যখন
ভাষা খুজে পেয়েছিল
তখন ভালবাসার দেয়াল গড়া
ইট-সুড়কি তে তুমি
সিমেন্ট লাগিয়েছিলে
যত্ন করে যেন
এ বন্ধন ভাঙার নয়।
আর আজ!!
বুলড্রেজার হয়ে ছিন্ন-ভিন্ন
করে দিলে এক মুহুর্তে যেন
এ ছিল এক টুকরো তাসের ঘর।
এলোমেলো ভাবনাতে যখন
আমার জীবন বন্দীদশায় ছিলো
কেন তখন এসেছিলে একটি
মোমবাতির শিখা নিয়ে??
সে শিখায় আলোকিত না করে
পুড়ে দিয়েছো এই মোলায়েম অন্তর।
তাই এতদিন পরে আজ
জিজ্ঞাসা নিজেকে
এতোটা পথ এসে দেখি তুমি নেই
আর কিছু নেই জীবনে।
4 mins · লিখব যা বলতে চ