কেমন আছো হে সুন্দরী!
আগের মতই?
সেই টোল পরা হাসির মায়াভরা যাদুসমেত
নাকি রসায়ন ক্লাসের ফাকে
উত্তাল সেই আভা ছড়ানো মুখাবয়ব এ!
আমি না কিছুই ভুলিনি
ভুলিনি রোভার ডেনের সামনের
হাতে হাত রাখারএ মুহুর্ত
আর বৃষ্টি ভেজা দুপুরে
হুড তোলা রিক্সায় বসে
লিপস্টিক সমেত ঊষ্ণ স্পর্শ।
আর সেই বাইসাইকেল এর চেইন টি ফেলে
তোমার বাসার সামনের কোয়ার্টার এর
মেইন গেটে হা করে দাড়িয়ে থাকা
একবার,একবার যদি তুমি বের হও।
আহ,কি প্রলাপ বকছি আমি!
এ যে সবই স্মৃতি আজ
বিস্মৃতির অতল গহবরে
হারিয়েছে কৃষ্ণগহ্বর এ।