প্রতি ভোরে উদীয়মান সূর্যোদয়ের সাথেই
ইচ্ছে করে হারিয়ে যেতে
ডানা মেলে অন্তিমতার শেষোবধি
পালকগুলি ছড়িয়ে দিয়ে আলতো করে
যেখানে মেঘে মেঘে লুকোচুরি খেলা চলে।


খুব ইচ্ছে করে ন্যায়ের প্রতীকের মত দাঁড়ানো
উঁচু পাহাড়টার পাঁচিল টপকে ওপারে যেতে
দেখতে কিভাবে আকাশ মাটি ছুঁয়ে হয়েছে একাকার
মেঘের বারন না মেনে।


কলকলিয়ে যাওয়া কীর্তনখোলা নদীটার সীমানায় যেতে
মোহনা যেখানে হয়েছে একাকার
সেই অশ্রুর মত টলটলে বাহারী রঙের জলে
দেহ সঁপি আয় জলকেলি কর।


ভাল লাগেনা কিছুই এখন আর
পৃথিবীর চিরচেনা পরিচিত পরিবেশটি
যান্ত্রিকতা পূর্ণ ধরাতে
চাই এক নি:শব্দ ছুটি।


ছুটিতে গায়ে মাখবো কোমল জোছোনা
চলবে সারারাত পূর্ণিমার নৃত্য
ক্লান্ত লগনে টেনে নিওনা এ পরিবেশ থেকে
প্রান অবসান হলে দিও মোরে সমাধি
কোন এক মুষলধারা লগনে।