কঙ্কালের সঙ্গে সহবাস, কয়েকমাস।
ওরা মৃত্যুকে মেনে নিতে পারেনি,  
বাবা ছেলে কেঁউই না । ওরা সাইকো।


আর যারা রক্ত দেখে এতটুকু বিচলিত
হয়না, রোজ মানুষ মারে কথায় কথায়
তুচ্ছ তুচ্ছ কারণে কিংবা বিনা অছিলায়,  
অথবা আমরা ভালোমানুষের দল, চারিদিকে এত  
মৃত্যুকে যারা খুব সহজে মেনে নিয়েছি,
মেনে নিচ্ছি অন্যায় আব্দার
প্রতিদিন হাজার হাজার। তারা সব সুস্থ ত ?
সবার মন মানুষের মত ত? কেউ জানতে চেয়েছি?  


আসলে পা্ভলভে জায়গা বেশি নেই,
তাই এত সাইকোর ঠাই হয়না ওখানে ।
খবরে পার্থ দে-কে না দেখে,
যদি দেখি নিজের নগ্ন কঙ্কাল এখন,    
সমান আঁতকে উঠবো সব্বাই, বুঝব
কমবেশি সবাই সাইকো,
গোটা সমাজেরই আজ চিকিৎসার প্রয়োজন ।