"জিভ টেনে ছিঁড়ে নেব
চুপ কর বেয়াদপ" --রাজা বললে
সবাই চুপ ধমক শুনে
বুড়ো বাপ কি জোয়ান ছেলে ....


ন্যাংটো রাজার মিথ্যে হম্বিতম্বি তবু....
প্রাণের ঝুঁকি,তার চেয়ে মানের ঝুঁকি, বলে কে তায়--  
"রাজা তোর কাপড়  কোথায়?"  বলবে এমন  
নীরেন কবির দামাল ছেলে গেল কোথায়?


নাকি শিশু তুমিও সব 'সাজানো' কথা ভেবে বললে!  
তবে জেনো, ঝোপ বুঝে এই  নৌকা-বদল'  
একটু এদিক ওদিক হলেই নদীর জলে!  


'নদীর জলে কুমীর আছে হাতটা ধর'
সবাই তোমায় ভয় দেখাবে ।
আজানা ভয়ে হাঁটুাজলেই ডুবছ ভুলে!  
ভুলের বশে 'আমারা-ওরা'য় পা মেলালে!


'আমারা-ওরা' মিশেছে সব বাঘের ডেরায়,
মাথার ওপর শকুনও ওড়ে ডানা মেলে,  
সুযোগ পেলেই মড়ার ওপর ভাগ বসাবে!

নিজের চোখে তাকিয়ে দেখ, রাজা বড়ই অসহায়!
চোখ রাঙালেই পেয়াদারা সব ঠোঁট ফোলাবে!