তবে তাই হোক-
আমিও মেনে নিলাম এ নিরঙ্কুশ দূরত্ব,
হৃদয়ের গোপন প্রকোষ্ঠের নিভৃত কোণটাতে
থেকেও অহর্নিশ যখন টের পেতে হয়
যোজন যোজন দূরত্ব,
ভুল বোঝাবুঝিটা প্রতিনিয়ত কড়া নাড়ে
নিউরনের দোড়গোড়ায়,
প্রত্যহ রচিত হয় দোটানার মাইলফলক,
বেলা অবেলায় দেখা স্বপ্নগুলো যখন
অক্টোপাসের মতো কন্ঠরোধ করতে চায়,
আহত স্বপ্নের অযাচিত আত্মাহুতির প্রবণতা
আর নিহত স্বপ্নের প্রেতাত্মার সকরুণ বিলাপ
যখন জাগ্রত অস্তিত্বকে ক্রমাগত উপহাস করে
তখন বেঁচে থাকাটা ফিকে হয়ে আসে,
যদি সত্যি কোনদিন বিবেকটা জিতে যায়
হয়তো বুঝবে
না পেয়েও তোমায় যতটা পেয়েছি,
এত কাছে থেকেও কতটা দূরত্ব মেনে নিয়েছি,
এই নিয়ে প্রতিনিয়ত লিখে চলেছিলাম
বেদনার মহাকাব্য যার শুরু থেকে শেষ
পৃষ্ঠাতে ছিলো তোমারই উপস্থিতি,
যা পড়ে দেখার সময়
তোমার কখনোই হয়ে উঠেনি!