অপ্রাপ্তির দহন তাপ অহর্নিশ পুড়িয়ে মারে
জন্মান্ধ সব অপূর্ণতাগুলো,
নিজেকে আজকাল মনে হয় স্রেফ মৃত এক নদী,
ভাঙন যেখানে নিত্যকার সাধারন ঘটনা!
দুচোখ মেলে যতদূর দেখি-
চোখে পড়ে আমার একান্নবর্তী দুঃখদের আমুদে উৎসব,
পান্ডুলিপি তৈরী হয় অশ্রুবাষ্পের অগ্রন্থিত কাব্যের,
সমস্ত কিছুতে ছড়িয়ে থাকা অবহেলা আর উপেক্ষারা অস্তিত্বকে জানান দিয়ে হাসে বিদ্রুপের হাসি,
বেলা অবেলায় দেখা স্বপ্নগুলো জীর্ণ পোশাকধারী অন্ধ ভিখারীর মতো ফুটপাতে গড়াগড়ি খায়,
তাদের অসহায় করুণ আর্তি ব্যঙ্গাত্মক উপহাস করে,
আশ্চর্য্য হয়ে দেখি-
বটবৃক্ষরুপী দুঃখগুলোর কাছে
নিদারুণ অভিশাপে সুখেরা ক্রমশ বনসাই!