হয়তো তোমায় আর ভালোবাসিনা,
কিংবা ভালোবাসতে পারিনা।
তুমি আমার অনিয়মের গুছিয়ে রাখা ভুল
ভুলে থাকাটা তার একমাত্র প্রায়শ্চিত্ত।
কোনটাকে বেছে নিবো?
ভালোবেসে থাকা নাকি ভুলে থাকা?
দ্বিমাত্রিক এই বেঁচে থাকায়
বড্ড প্রগাঢ় আজ নিশ্চুপ ঘৃণার অস্তিত্ব।
বুকপকেটে বাসা বাঁধা প্রজাপতির
ডানাগুলোও আজ বিপন্ন।
চোখের সামনে অবলোকন করছি-
ঘৃণার চোরাবালিতে ভালোবাসার নিমজ্জন।
ভালোবাসার দেয়ালের কড়িকাঠে আজ
চলছে শুধু প্রকট ঘৃণার পৃষ্ঠাংকন।
ভালোবাসা তার অপমৃত্যুর চিরকুটে
প্রত্যাখ্যান করছে তোমার অস্তিত্ব।
নিগূঢ়তম সত্যের কাছে পরাজিত আজ মন-
ভালোথাকার অভিনয়ে ক্রমান্বয়ে নিজের
সাথে মিথ্যাচারিতায় ক্লান্ত সে।
অলিখিত ধৃষ্টতায় থেমে যাচ্ছে সব,
সময়ের পরিক্রমায় বাড়ছে ঘৃণার দাপট।
শব্দহীন চিৎকারে মুখ থুবড়ে পরে আছে
ফেলে আসা দিনের ভালোবাসা,
ধূসর বেওয়ারিশ স্বপ্ন এবং বুকের পৃষ্ঠায় অসহ্যরকম ঘৃণা পুষে রাখা একজন অপ্রেমিক!