এক স্বঘোষিত খুনী আমি,
প্রতিনিয়ত খুন করে চলেছি অজস্র কবিতার ভ্রূণ,
গলাটিপে হত্যা করছি শখ-স্বপ্ন,
নীরবে ছুরি চালিয়ে যাচ্ছি বিশ্বাসের বুকে,
চোখের সামনে দেখছি নিভৃতে খুন হয়ে যাওয়া
খুব ব্যক্তিগত আমার আমিত্ব।
এই হাত খুন করে চলেছে আয়ুরেখার পান্ডুলিপি।
খুন হচ্ছে বেলা অবেলায় দেয়া কথাগুলো,
খুন হতে দেখছি প্রতিবেলার ভালো থাকাগুলোকে,
তাই ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হোক
পার্থিব মৃত্যুদন্ড।
কারন আমিই এ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ খুনী!