আজ আর ভালোবাসাটা নেই,
প্রাত্যহিক ভালোবাসায় ধরে গেছে অরুচি।
তাই তো তোমাকে নতুনভাবে দেখি,
অন্যচোখে,যে চোখ দেখেনি কখনো তোমায়।
আমাদের প্রতিদিনকার পাওয়া না পাওনার
হিসেব মিটে গেছে যদিও
খুলেছে হিসাবের এক নতুন খাতা;
যেখানে আমাদের দূরত্বের হিসাব
চক্রবৃদ্ধিহারে বেড়ে চলবে।
ভুল সময়গুলো শুধু বয়স বাড়িয়েছে,
বিনিময়ে কেড়ে নিয়েছে অনেকটা,
যতটা বিকিয়ে দেওয়ার পর
নিজের অভিধানে নিজস্ব বলে কোন শব্দ থাকেনা।
এখন চারপাশে রয়ে গেছে শুধু
নৈঃশব্দ্যের দ্বিমাত্রিক মূকাভিনয়
কিছু না থাকার বিষাদী অপমৃত্যুর নিগূঢ়তম প্রত্যাখ্যান জানিয়ে দিচ্ছে-
বেঁচে থাকার দুঃসাহস বেড়ে গেলেও
ক্রমাগত ক্ষয়ে আসছে ভালোবাসা।