কাকে তুমি ভালোবাসহীনতার ভয় দেখাও?
যার আয়ুরেখার অর্ধেকটা মুছে গেছে প্রগাঢ় ভালোবাসাহীনতা আর অবহেলায়,
মৃতপ্রায় ক্ষয়িষ্ণু একটা হৃদয় নিয়ে
পার করছে যে প্রতিটি সেকেন্ডের হিসাব,
তারে তুমি ভালোবাসাহীনতার ভয় দেখাও?
স্কন্ধের উপর অপরিণামদর্শিতার ঝাঁপি আর
চোখের কোণে স্বপ্নের মমি নিয়ে পার করছে
যে অষ্টপ্রহরের প্রতিটি ভগ্নাংশ,
নিয়ত দুলছে যার অস্তিত্বের ফানুস নিরাশার দোলাচলে,
ভালো থাকার রীতিসিদ্ধ রেওয়াজ খুঁজতে খুঁজতে
যে হারিয়ে ফেলেছে সমস্ত সুর সারগাম,
বুকের ভিটায় সযত্নেবোনা স্বপ্নগুলোর
দাফন দেখেছে যার ব্যথাতুর চোখ,
ঘোর অমানিশায় একটুখানি আলোর ঝলকানির
খোঁজে বেদুঈনের মত কেটেছে যার দিনের পর দিন,
তাকে তুমি ভালোবাসাহীনতার ভয় দেখাও?
যার প্রাপ্তিকালের পুরোটাই পুড়েছে অপ্রাপ্তি আর বিশ্বাসহীনতার দাবানলে,
আজ এ অবেলায় ভালোবাসাহীনতার ভয়
তাকে আর কতটুকুইবা পোড়ায়?