একদিন তোমার সকল
অভিযোগের উর্ধ্বে উঠে যাবো!
কতটা বিশ্বাসহীনতার নেশায় সেদিনও বুদ হয়ে থাকো
দুচোখ ভরে দেখার ইচ্ছাগুলো বড্ড পোড়ায়।
সেদিন রোদ্দুর হারাবে আকাশনীল,
মুখ থুবড়ে পরে থাকবে
বাগানবিলাসের সমস্ত বিলাসিতা,
মোহাচ্ছন্ন করবেনা আর
নিঃস্তব্ধ কামরাঙা বিকেলগুলো,
জৌলুস হারাবে কাকজোৎস্না মাখানো পূর্নিমা,
চিরতরে দায়মুক্তি পাবে প্রতিটি নির্ঘুম রাত,
থেমে যাবে যামিনীকালের
কামিনী-হাস্নাহেনার কথোপকথন,
চকিত আগন্তুক পাখির ডাকে ভারি
হবেনা রাত্রিকালীন প্রতিটি দীর্ঘশ্বাস,
বালিশ ভুলে যাবে অশ্রুর স্বাদ-গন্ধ,
পোড়াচোখ ভুলে যাবে বেলোয়ারি ভোর দেখা,
সমস্ত অস্তিত্বের নিগূঢ়তম অন্তঃলোকে
অহর্নিশ অনুচ্চারিত,
জনমভর বুকের বাঁয়ে পুষে রাখা প্রাগৈতিহাসিক শব্দ- 'ভালোবাসি' টা হয়তো ধরা দিবে স্বেচ্ছায়,
এই মিথ্যেবাদীর জীবনে একমাত্র সত্যটুকু
হয়তো সেদিন আলোর মুখ দেখবে।
সেদিনের অপেক্ষাতেই না হয় কাটুক বাঁকীটুকু নিঃশ্বাসের এই মিথ্যে আয়োজন!