অধরা দূরত্বেই বেঁচে থাকে ভালোবাসা।
আমাদের অবেলায় জন্ম নেওয়া অভিমানের পাহাড়
অতি সন্তর্পণে নেমে আসে বুকের কাছাকাছি;
যেখানে তার একমাত্র আশ্রয়।
আয়নার সামনে গিয়ে চোখে পড়ে
রংহীন জলের শুকনো দাগ।
ভাঙন নিশ্চিত জেনেও হাঁটতে চায় অনন্ত পথ,
তারপর....
বুকের দীর্ঘশ্বাসগুলো
এলোমেলো বাতাসে মুখ গোঁজে।
আঁধারে খুঁজে নেয় তার ঠিকানা।
রাতের বুক চিঁড়ে জায়গা করে নেয়
পুরানো স্মৃতির সংঘবদ্ধ মিছিল,
বিপুল বিস্ময়ে চোখ মেলে দেখি-
অযত্নে পরে থাকা সেই আদিম মোহ
যার ঠিকানা অজানা,যার নাম 'ভালোবাসা'!