উর্বীরূহ তুমি দাঁড়িয়ে। পাতা ফুলে আকাশে।
ভেতরে এক অসম্পূর্ণ কষ্ট
ধারাপাতে চোখ মেলো আলোতে।


কেমন আছো ঝড়ের পর?
চারিদিক কালো। কত কিছু গেলো হারিয়ে।
দেখলে কত আসা যাওয়া, ঝাপটা মারে দিনভর।


রাখালের মেষ। খোলা আবেশ।
অশান্ত আবেগ। মেঘের বাড়িতে পাহাড়ের জন্মদিন।
অস্থির ক্ষত, তুমি আকাশে তাকাও।


শরীরের খাঁজে পাখির ডানা ঝাপটানো
সরীসৃপ খোঁজে রাতের ভোজ
রাত বদলায় দিনকে দিন।


জীবন যত বাড়ে, আমি ও গড়ি
তাকাই উর্ধ্বে , বাঁধনহীন ঝড়ের ভঙ্গিতে
একঝাঁক হাওয়া, নত হব বড় হতে হতে!


পৃথিবী বয়ে চলে , স্থপতি হারায়
সময় বলে দেয় সময়ের দাম
সব কিছু পাল্টায়, ভাসাও তুমি জীবন কে।