বাঙালিয়ানা মানে বর্তমান ছুয়ে থাকা।
বাঙালিয়ানা মানে ভবিষ্যতের সঙ্গে জড়িত।
বাঙালিয়ানা মানে রক আর চা সিগারেট।
বাঙালিয়ানা মানে নির্বাচন হওয়ার কথা।
বাঙালিয়ানা মানে সামাজিক স্তরে বিবিধ আলোড়ন দেখা।
বাঙালিয়ানা মানে জেদি ও একগুঁয়ে ভালবাসা।
বাঙালিয়ানা মানে অমলকান্তি রোদ্দুর হতে চেয়ে ছিল।
বাঙালিয়ানা মানে ছেলেবেলার বন্ধুগুলো।
বাঙালিয়ানা মানে ঝোড়ো হাওয়ায় পাল্লা দিয়ে ছোটা রাতের মেল ট্রেন।
বাঙালিয়ানা মানে জোছনায় মুঠোফোন।
বাঙালিয়ানা মানে বাউন্ডুলে মন।
বাঙালিয়ানা মানে নীল আকাশে রঙিন ঘুড়ি।
বাঙালিয়ানা মানে ধুতি পাঞ্জাবি আর খেলা।
বাঙালিয়ানা মানে ইন্দ্রজাল কমিকস।
বাঙালিয়ানা মানে ছোটকাকার কেরামের গুটি।
বাঙালিয়ানা মানে জীবনানন্দের বনলতা।
বাঙালিয়ানা মানে সুনীলের নীরা।
বাঙালিয়ানা মানে কাশের বনে দোলা।
বাঙালিয়ানা মানে দূর্গা দুর্গতিনাশিনী।
বাঙালিয়ানা মানে নিশ্চিত, জনগনমনেও।